শাহবাগিদের সর্বশেষ সম্বল" তথাকথিত নারী অধিকার"
লিখেছেন লিখেছেন Karimul Hasan Shopan ০৮ এপ্রিল, ২০১৩, ০৭:৫৭:১২ সন্ধ্যা
বর্তমান সময়ে নারী অধিকার এবং পুরুষের পাশাপাশি নারীর অবস্থান একটি গরম আলোচনার বিষয়বস্তু। শাহবাগের নাছ-গান, স্লোগানে নারীর ছিল সরব উপস্থিতি। অন্যদিকে শাপলা চত্বরের মহাজাগরনে নারীদের এমন খোলামেলা অংশগ্রহন না থাক্লেও ছিল নিরব সমর্থন, কারন এসব নারীরা তাদের বাবা, স্বামী, ভাই, সন্তানদের অনেক বাধার মুখেও সমাবেশে পাঠিয়েছিলেন। তাই বলা যায় নারীরা ছিল একটা অনুপ...্রেরনা। এই অনুপ্রেরনা কেও দিয়াছেন নাছ-গান, কোমর দুলানো নাটক দিয়ে, কেও দিয়াছেন চিরা- মুড়ি, জায়নামায-তাসবিহ, আর হৃদয়ের ভালবাসা দিয়ে বিদায় জানানোর মাধ্যমে।
শাপলা চত্বরের লক্ষ লক্ষ মানুষ গুলার ( শাহবাগিদের মতে এরা ছিল বড়জোর মাদ্রাসার ছাত্র, গ্রামের মূর্খ(?) আর ধরমান্ধ(?) কিছু মানুষ) দাবি গুলার অন্যতম ইস্যু ছিল নারীদের ব্যাপারে রাষ্ট্রের নীতি নিয়ে। এর মধ্যে ছিল নারীপুরুষ অবাধ মেলামেশা বন্ধ করা, নারী নীতি বাতিল করা।
হেফাযতের ১ দিনের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ শাবাগের ১ মাসের জাগরণকে ম্লান করে দিয়াছে। তাই বলা যায় শাহবাগ ( এমনিতেই নাজুক) এখন দিশেহারা। অতিতে দেখা গেছে যখন ই বামপন্থীরা ইসলাম পন্থিদের কাছে মার খেয়েছে তখন এ তারা " নারী অধিকার" নামক ইস্যু টা নিয়া টানা হেস্রা শুরু করে নিজেদের হালে পানি পাবার চেষ্টা করেছে। ইসলামে নারীর কোন অধিকার নাই,ইসলাম নারীদের ঠকিয়াছে, কোরআন নারীদের ছোট করেছে, পর্দার মাধ্যমে নারীদের বন্দি করেছে, পুরুষের প্রাধান্য দিয়াছে ইত্যাদি। আজকেও হেফাযতের ১৩ দফা এবং একুশে টি ভি সাংবাদিক নাদিয়া শারমিন লাঞ্ছনার কারনে এটা এবার তুলে আনা হচ্ছে।২৭ দলীয় পুরুষের হরতাল বার্থ হউয়ায় এখন তারা নারীদের দ্বারা তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করছে।
এটা হয়ত সকলেই জানেন কোরআন যখন পৃথিবীতে আসে তখন নারীর অধিকার নামক কোন জিনিশের ছিল অনুপস্থিতি। কোরআন এসেই বলল" 'আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে." . (সূরা আত-তাওবা, আয়াত : ৭১)......'তোমাদের মধ্যে সে-ই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।'(তিরমিযী), এছাড়া ইসলাম বলেচেঃ
- মায়ের পায়ের নিচে শন্তানের জান্নাত
- বাবা স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার
- নারী পুরুশ একে অন্নের পরিপুরক
- বিয়েতে তাদের অনুমতি, দেন মহর ইত্যাদি ইত্যাদি
এই কয়েকদিন আগে যখন ভারতে মেডিকাল ছাত্রী গন ধর্ষণের শিকার হল তখন বলা হল " ধর্ষকদের ফাঁসি চাই", কিন্তু ইসলাম যখন বলে ধর্ষকের শাস্তি ফাঁসি তখন তা হয়ে যায় বর্বরতা, এইডস এর প্রচারণাই যখন বলা হয়" নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে" কিন্তু ইসলাম এঁকোই কথা বললে বলা হয় এটা নাকি নারীর অধকার পরিপন্থি। ইসলাম যখন নারীকে কম দায়িত্ব ওঁ সম্পত্তিতে নারীর অধিকার দিল ১৪০০ বছর আগে, সেখানেওঁ বলা হয় ইসলাম নাকি নারীদের ঠকিয়াছে, কোন নান যদি বড় পোশাক পড়ে তাতে কোন সমস্যা না থাক্লেও হিযাব নাকি নারীর অধিকার পরিপন্থি। আমাদের শাহবাগি আপুরা ইচ্ছা মত পোশাক পরলে কোন সমস্যা নাই, কিন্তু কোন মেয়ে ইচ্চা করে হিযাব পড়ে গেলে নাকি তা তার প্রতি চাপিয়া দেওয়া হইছে, তাই ওটা পশ্ছাদপদতা। দিগন্ত তিভির নারীদের হিযাব পড়ে ভালো করলেও তাওঁনাকি পশ্ছাদপদতা। অন্য ধর্ম নারীদের তালাক, শম্পত্তি, মহর না দিলেও তাতে কোন সমস্যা নাই, কিন্তু ইসলামে এগুলা থাকেও তা অন্যায্য!! পশ্চিমা সমাজ ১৮ শ শতকেও নারীদের সম্পত্তিতে নারীর অদিখার না দিলেও তারাই নাকি আধুনিক।
আপনি কি বলবেন নারী হিযাব নাপরে স্বল্প পোশাক পরলেই কি তাদের অধিকার বাস্তবায়ন হয়ে যাবে? তবে আপনি আপনার মা, বোন, স্ত্রি কে আজি স্বল্প পোশাকে এমনকি খালি শরীরে বের করে এটা শুরু করুন না? আপনি আপনার বোন, স্ত্রি কে অন্য ছেলেদের সাথে অবাধে মেলামেশা করতে দেন না? আপনি কি দেখাতে পারবেন কোরানের কোথায় বলা আছে নারীরা বাইরে যেতে পারবে না, কাজ করতে পারবে না? আপনি কি বলতে পারবেন কেন আজকের ধর্মনিরপেক্ষ শমাজে কেন এত ধর্ষণ, ইভ তিসিং, যৌতুক বেড়ে যাচ্ছে , ইসলাম কি এর জন্য দায়ি?
যদি কোরআন নারীকে ছোট করে থাকে তবে শাহবাগে আজ কোরআন পড়ার মহড়া কেন? হুজুরদের এই দাবি পুরন হলে কি তাদের নাটকের বাণিজ্য, ধর্ষণের সেঞ্চুরি, হোটেল বাণিজ্য, ছাত্রীদের দিয়ে বাধ্যতা মুলক দেহ বেবশা বন্ধ হবে, কতি কোটি টাকার হিন্দি মুভি ফ্লপ হবে তাই ভয়? আপনারা মনে করেন শাহবাগেই শুধু নারীরা আছে, লক্ষ সাদা টুপি ওলা মানুষের শাথেও আছে কোটি নারী? পুলিশ যখন ঘরে ঢুঁকে , নারীদের মিছিলে গুলি চালিয়া নারীদের হত্যা করল তখন কোথায় ছিল নারী অধিকার?
আজকে বাম পন্থিরা তাদের শেষ সম্বল হিসাবে এই ইস্যুটাকে খারা করে হালে পানি পেতে চাচ্ছে! মুক্তি যুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? আমি বলি তাদের এই অ্যালার্জি নতুন নয়, এসব লর্ড ক্লাইভ দের বংশবদ রা চায় মিডিয়া আর গায়ের জোরে দেশ টাকে সাম্রাজ্যবাদীদের গোলাম বানাতে! তাদের তরী ডুবুডুবু তাই তথাকথিত এসব কোট টাই পড়া ভদ্র লোকে দের নারীর আচল ছারা আর উপায় নাই!!
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন